ALHAZ MD ABDUR RASHID

ALHAZ MD ABDUR RASHID

CHAIRMAN

জ্ঞানভিত্তিকন্যায়ভিত্তিক সমাজ ও আলোকিত জাতিগঠন আমাদের লক্ষ্য। এর জন্য চাই (ক) মানসম্মত শিক্ষা (খ) শিক্ষা পরিবেশ (গ) সঠিক ও দক্ষ শিক্ষা ব্যবস্থাপনা (ঘ) মানসম্মত পরিকল্পনা প্রণয়ন (ঙ) মানসম্মত শিক্ষক তৈরী মানেএডুকেশন টেকনোলজি জানা শিক্ষক তৈরী, (চ) তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ব্যবস্থাপনা, (ছ) সৃজনশীল পদ্ধতির সঠিক ব্যবহার, (জ) বিজ্ঞানাগারলাইব্রেরীহোটেলট্রান্সপোর্ট ব্যবস্থাপনাসহ সকল বিষয়ের সঠিক বাস্তবায়ন করার ব্যাপাবে আমরা অঙ্গীকারবদ্ধ।

 

আমরা জানি মুখস্ত বিদ্যায় কিছু হয় নামুখস্ত করলে ব্রেইনের ছোট ছোট উপশিরাগুলি বন্ধ হয়ে যায়। তাই আমাদের ব্যবস্থা থাকবে ক্লাসের সকলে অংশগ্রহনের মাধ্যমে ক্লাসের পড়া ক্লাসে শেষ করাযাহাতে ছাত্র-ছাত্রীগণ কোন চাপ না নিয়ে সহজেই শিখে যেতে পারে। যার জন্য আমরা যে পদ্ধতি নিরূপন করেছি সেই পদ্ধতিতে পড়ালেখা চলবে। ছাত্র-ছাত্রীগণ বাড়ী থেকে আগের দিনের পড়া শিখে আসবেস্কুল কলেজে এসে সকলেই একসাথে পূনরায় ঝালাই নিবে এবং পরিক্ষা দিয়ে তার শিক্ষা পাকাপোক্ত করবে।

অংকের বেলায় ফরমূলা শিখানো হবে যতদিন ফরমূলা দিয়ে নিজে নিজে অংক করতে না শিখবে,ততদিন ফরমূলা শিখানো চলবে। ফরমূলা শিখলেই অংক করা সহজ হবে সকলের জন্য। যাদের কোনকিছু শিখতে বিলম্ব হয়তাদের নিয়ে আলাদা ক্লাস তৈরী করার ব্যবস্থা দিব আমরা।

 

পড়ালেখার অমনযোগী হলে একই ক্লাসে থেকে যেতে হবে। যদি দ্বিতীয়বারও কোন ছাত্র-ছাত্রী অমনযোগী হয় লেখাপড়ার প্রতিতবে ছাত্রের অভিভাবক ডেকে নিয়ে কঠিন ব্যবস্থা নেয়া হবেআমাদের দ্বায়িত্ব।

আমরা কমিটি এবং শিক্ষকগন মিলে ছাত্র-ছাত্রীদের দায় দায়িত্ব সম্পূর্নরূপে নিতে আগ্রহী যাহাতে ছাএ-ছাত্রীগণ একজন আদর্শ মানুষ হিসাবে ভালো রেজাল্টের অধিকারী হয়। আমরা স্কুলে কলেজে এর লেখাপড়ার পাশাপাশি নাচগানবক্তৃতাআবৃত্তি বিতর্কসহ শরীরচর্চায়, সুঠাম দেহ মন এর অধিকারীসত্যবাদী মানুষউন্নত চরিত্রের অধিকারী হিসাবে গড়ে তোলা আমাদের মুল দায়িত্ব।

এ জন্য চাই অভিভাবকদের সর্বক্ষনিক সহযোগীতাপ্রতি চারমাস অন্তর অন্তর অভিভাবক মিটিং এ উপস্থিত হয়েপরামর্শ দেয়াশিক্ষার অগ্রগতি সম্পর্কে জানাআমরাও গার্ডিয়ারদের তার ছেলে মেয়ের অগ্রগতি অথবা সমস্যা সম্পর্কে অবহিত করতে বাধ্য থাকিব। গার্ডিয়ানগণও স্কুল কলেজে এর নিয়ম অনুযায়ী তার ছেলে মেয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এবং ব্যবস্থা নিতে বাধ্যও থাকিবেন।

এই কিশোর বয়সেই আমরা শৃঙ্খলাদেশপ্রেমস্মার্টনেসসত্য কথা বলা এবং ছাত্রদের ভিতরে মূল্যবোধ তৈরী করতে চাইযাহাতে মেধাবী জাতিজ্ঞানভিত্তিকন্যায়ভিত্তিক জাতি গঠন সহজ হয়।

আপনার সন্তান যেনযে কোন কাজে উপযোগী হিসাবে তৈরী হয়। আমরা দুপুরে খাবার ব্যবস্থা দিচ্ছিযাহাতে আপনার সন্তানদের স্বস্থ্য ভালো থাকে এবং ভালো পড়ালেখা করতে পারে।

২০৪১ সালের মধ্যে আমরা নিজেদের উন্নত জাতি হিসাবে যদি দেখতে চাই তবে আধুনিকতথ্য প্রযুক্তিসম্পন্ন শিক্ষার কোন বিকল্প নাই। বর্তমান সরকারের এই লক্ষ্যকে বাস্তবায়ন আমাদের অঙ্গীকার।

 

আলহাজ্ব  মোঃ আবদুর রশিদ 

প্রতিষ্ঠাতা ও সভাপতি

জামিরদিয়া আবদুল গনি মাস্টার স্কুল এন্ড কলেজ

জামিরদিয়া-মাস্টারবাড়ীজামিরদিয়াভালুকাময়মনসিংহ।